স্টালিনের কবিতায় প্রতিবাদী বক্তব্য পাওয়া যায়

কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন পালিত

0
96

সাহিত্য ডেস্ক 

শিক্ষাবিদ সাহিত্যসমালোচক, রাষ্ট্রচিন্তক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক বলেছেন, কবি রেজাউদ্দিন স্টালিন সময়ের একজন জনপ্রিয় কবি। শামসুর রাহমান এবং আল মাহমুদের পরে স্টালিন বাংলা কবিতায় একটা অবস্থান তৈরি করতে পেরেছেন। তার কবিতায় প্রতিবাদী বক্তব্য পাওয়া যায়।

রাজধানীর পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আজ শুক্রবার তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জন্মদিন উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আবুল কাসেম ফজলুল হক বলেন, প্রকৃত গূণী ব্যক্তিরা স্বীকৃতি না পেলে তারা হতাশ হন। সেক্ষেত্রে তাদের পদাঙ্ক  অনুসরণ করে অন্যরা এগিয়ে আসতে পারে না। কবি সাহিত্যিকরা স্বীকৃতি না পেলে শিল্প সাহিত্যের বিকাশ লাভের পথ প্রশস্ত হয় না। এমনকি রবীন্দ্রনাথের মতো কবিও নিন্দিত ও নন্দিত হয়েছেন। নোবেল পুরস্কার প্রাপ্তির আগে তাকে সেভাবে মূল্যায়ন করা হয়নি । তাই তার মনে একটা বেদনা ছিল। এক সংবর্ধনা অনুস্ঠানে তাই তিনি বলেছিলেন-এই মনিহার আমার নাহি সাজে ।

কবি শাহীন রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি মোহন রায়হান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, লেখক ও সাংবাদিক নেতা আবদাল আহমেদ,  জামশেদ ওয়াজেদ, আবিদ আজম, রুখসানা রহমান, রাইসা লগ্না প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন কবিকে ফুলেল শুভেচ্ছা জানায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here