‘পথের পাঁচালী’র দূর্গা আর নেই

0
34

সাহিত্য ডেস্ক

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’কে ভক্তদের সামনে জীবন্ত করে তুলেছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। সিনেমাটির প্রতিটি চরিত্রকে এমনভাবে ফুঁটিয়ে তুলেছিলেন তিনি যেন স্বয়ং লেখকও একটুও কমতি না পায়। কালজয়ী সেই সিনেমাটির ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা অভিনেত্রী উমা দাশগুপ্ত মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার সূত্রে জানা যায়, সোমবার  সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন উমা দাশগুপ্ত। সম্প্রতি কিছুদিন আগেও তাঁর মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তবে এবার আর গুজব নয়, সত্যি সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি।

অভিনয় জীবনে কেবল একটি সিনেমায় অভিনয় করেই বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন উমা দাশগুপ্ত। ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রে কিশোরী দুর্গা চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক।

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাঁকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। তবে উমার বাবা চাননি মেয়ে অভিনয়ে আসুক। তবে শেষ পর্যন্ত বাবাকে রাজি করিয়েছিলেন সত্যজিৎ রায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here