সংবাদ ঢাবির চারুকলার বকুলতলায় শরৎ উৎসব By সারেঙ - October 4, 2024 0 37 FacebookTwitterPinterestWhatsApp প্রকৃতিতে এখন শরতের ছোঁয়া। বরাবরের মত এবারও এই ঋতুকে আহ্বান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার হয়ে গেল শরৎ উৎসব। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে উৎসবে কবিতা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।